জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ফৌজিয়া বেগম নামে এক প্রসূতি। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সিজারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন ফৌজিয়া। চার সন্তান সুস্থভাবে জন্ম নেওয়ায় খুশি বাবা-মা।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাত ৯টা ৫১ মিনিটে প্রসূতি মা ফৌজিয়া বেগমকে প্রফেসর ডা. রাশিদা আকতারের তত্ত্বাবধানে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই অপারেশন করা হলে চারটি সন্তানের জন্ম হয়। পরে শিশু চারটিকে নবজাতক নিবিড় যত্ন ইউনিটে (এনআইসিইউ) রাখা হয়। প্রসূতি মা ফৌজিয়া বেগমও সুস্থ আছেন বলে জানান উইমেন্স হাসপাতাল কর্তৃপক্ষের এই কর্মকর্তা।
বর্তমানে তারা আশঙ্কামুক্ত। শিশুদের বাবার নাম রুহুল আমিন। তাদের গ্রামের বাড়ি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জে।
সুত্র ঢাকা পোষ্ট