আমিনুল হক ওয়েছ: মাত্র এক মাস আগে পার্লমেন্টে দাঁড়িয়ে লেবার দলীয় মেয়র প্রার্থী সাদিক খানের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন। অভিযোগ করেছিলেন, সন্ত্রাসের প্রতি লেবার দলীয় মুসলিম মেয়র প্রার্থী সাদিক খানের বিশেষ সম্পর্ক এবং সহমর্মিতা রয়েছে। আর প্রায় এক মাস পরে নবনির্বাচিত লন্ডন মেয়র সাদিক খানের সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে ইইউ রেফারেন্ডামের ক্যাম্পেইন করলেন টোরি প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন।
ইউরোপিয় ইউনিয়নে থাকতে একই মঞ্চে দাঁড়িয়ে ক্যাম্পেইন করলেন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন এবং লন্ডন মেয়র সাদিক খান। এ সময় প্রধানমন্ত্রী নবনির্বাচিত লন্ডন মেয়র সাদিক খানের প্রশংসা করে বলেন, সাদিক খান গর্ব করার মতো একজন মুসলিম এবং বৃটিশ। সোমবার ইইউতে থাকার পক্ষে বাসে পরিচালিত একটি ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও লন্ডন মেয়র। এ সময় টোরি প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন লন্ডন মেয়র সাদিক খানের সঙ্গে হ্যান্ডশেক করে সাদিক খানের ব্যাপক প্রশংসা করেন। লেবার দলীয় নবনির্বাচিত লন্ডন মেয়র সাদিক খানের সঙ্গে ক্যাম্পেইন করতে পেরে নিজেকে গর্বিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
লন্ডন মেয়র সাদিক খানকে নিয়ে ইইউতে থাকার ক্যাম্পেইন করায় প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরুনের সমালোচনা করেছেন ইউকিপ এমপি ডগলাস কার্সওয়েল। কারণ লন্ডন মেয়র নির্বাচনের ক্যাম্পেইনের সময় পার্লামেন্টে প্রশ্ন উত্তর পর্বে প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেছিলেন, সন্ত্রাসের প্রতি সাদিক খানের সহমর্মিতা রয়েছে।
উল্লেখ্য প্রায় এক মাস আগে লন্ডন মেয়র নির্বাচনের ক্যাম্পেইনে লেবার পার্টি থেকে নবনির্বাচিত লন্ডন মেয়র সাদিক খানকে সন্ত্রাসের সঙ্গে সংশ্লিষ্টতার বা সন্ত্রাসের প্রতি দুর্বলতা আছে বলে সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন।
পার্লামেন্টে প্রশ্ন-উত্তর পর্বে প্রধানমন্ত্রী লেবার প্রার্থী সাদিক খানের এমন সমালোচনা করেন। আর টোরি পার্টির শীর্ষ নেতারা পার্লামেন্টের বাইরে বিভিন্ন ক্যাম্পেইনে, টেলিভিশনের টকশোতে টোটিং ইসলামিক সেন্টারের সাবেক ঈমামকে জড়িয়ে সাদিক খানের সঙ্গে সন্ত্রাসের সংশ্লিষ্টতা আছে বলে ক্যাম্পেইন করেছিলেন। এসব নোংরা রাজনীতি এবং ক্যাম্পেইনের জন্যে প্রধানমন্ত্রীসহ টোরি পার্টির বিরুদ্ধে ব্যাপক সমালোচনাও হয়। অবশ্য নির্বাচনের পর টেন ডাউনিং স্ট্রীট থেকে প্রধানমন্ত্রীর বক্তব্যের জন্যে ক্ষমা চাওয়া হয়।
Leave a Reply