Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

একই পরিবারের ৪ জনকে হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় একই পরিবারের চারজনকে হত্যার অভিযোগে চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিতরা হলেন, সুমন ঢালি ওরফে ডাকু সুমন, জাকারিয়া হোসেন ওরফে জনি, মোহাম্মদ সুমন ওরফে সিএনজি সুমন এবং নাসির উদ্দিন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডিত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় আফসানা আক্তার নামে একজনকে খালাস দিয়েছেন বিচারক।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২২ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর রাতের যেকোনো সময় দক্ষিণ কেরানীগঞ্জের কদমপুরে মোহাম্মদ সাজু, তার স্ত্রী রঞ্জি এবং দুই শিশু ইমরান ও সানজিদাকে হত্যা করেন আসামিরা। এরপর দায়ের করা এই মামলার বিস্তারিত সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আজ এই রায় দেন আদালত।

Exit mobile version