জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক-ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচনের কারণে এইচএসসি ও সমমানের স্থগিত করা তিনটি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন তারিখ জানানো হয়।
ঘোষিত নতুন সময় অনুযায়ী ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের পরীক্ষা যথাক্রমে ২, ৪ ও ১৬ মে অনুষ্ঠিত হবে।
আদেশে বলা হয়, দেশের ৮টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২৬ এপ্রিলের পরীক্ষা ২ মে সকাল ১০টা ও বেলা ২টায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২৭ এপ্রিলের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ মে সকাল ১০টায়। এছাড়া সকল শিক্ষাবোর্ডের ২৮ এপ্রিলের পরীক্ষা ১৬ মে সকাল ১০টা ও বেলা ২টায় অনুষ্ঠিত হবে।
Leave a Reply