Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

‘ এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই’

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পরীক্ষা চলাকালীন সময় যদি কোন স্থান প্রাকৃতিক দুর্যোগ কবলিত হয় শুধুমাত্র সেই স্থানে স্থানীয়ভাবে পরীক্ষা বন্ধ রাখা হবে, বাকি সারাদেশে পরীক্ষা চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার দুপুরে চাঁদপুর লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি ভবনের উদ্বোধন শেষে তিনি বলেন, দেশে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা বাড়লেও তাতে এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই।

মন্ত্রী বলেন, কিছু পরীক্ষার্থী পরীক্ষার আগে প্যানিক করে তাদের প্রস্তুতি সম্পন্ন হয়নি। তবে তাদের জন্য প্রায় ১৪ লক্ষ পরীক্ষার্থী যারা ইতিমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তাদের পরীক্ষা পিছিয়ে দেয়া যায় না। যেহেতু এটি পাবলিক পরীক্ষা তাই পরীক্ষা সময়মতো নেয়া জরুরি। তাছাড়াও কোভিডের কারণে অনেক পিছিয়ে পরীক্ষা নিতে হচ্ছে। তাই পরীক্ষা গত বছর চেয়ে এ বছর এগিয়ে নিতে চেষ্টা করা হয়েছে এবং আগামী বছর স্বাভাবিক সময়ের যত কাছাকাছি সময়ে পরীক্ষা এগিয়ে নিয়ে আসা যায় তা চেষ্টা করা হবে। তাই আন্দোলনরত শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তিনি।

 

Exit mobile version