1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

  • Update Time : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৪৭১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে সব শিক্ষার্থীকেই পাস করানো হয়েছে।

আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যুক্ত হয়ে এই পরীক্ষার ফল প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের কাছ থেকে এইচএসসির ফলের সারসংক্ষেপ গ্রহণ করেন।

আগের পরীক্ষার ভিত্তিতে করা মূল্যায়নে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী। গতবছর এইচএসসি ও সমমানে পাসের হার ছিল ৭৩ দশমিক ৯৩ শতাংশ এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪৭ হাজার ২৮৬।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষাবর্ষ নষ্ট না করতে পরীক্ষা ছাড়াই ফল প্রকাশ করা হয়েছে। এ সময় তিনি ফল প্রকাশের পদ্ধতি নিয়ে বিরূপ মন্তব্য না করতে সবার প্রতি আহ্বান জানান।

এবার শুধু অনলাইনে ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হচ্ছে না এবার। তাই ফল প্রকাশ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের জমায়েত করতে নিষেধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীরা মোবাইল নম্বরে তাদের ফল পৌঁছে যাচ্ছে।

সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com