একদিন উড়ালি মেঘ হবো
আবিশ্বের সব খেলা শেষ হলে সবুজ আলোর নদীতে হবো দেশান্তরী।
আনন্দে আত্মহারা ফাগুনের কাছে
প্রাণভরে শুনবো শিমুল,পলাশের বেদনা ।
শুনবো, কী সুখে পাখপাখালি এতো সুরে গায় প্রাণ সখির বন্ধনা, মানুুুষ পারেনা।
দ্যাখো,শীতের শেষে জেগেছে ভালবাসার টান তবু,চারিদিকে এক সাগর অন্ধকার,কেউ বুঝেনা ।
মানুষের মৃত্যুর মিছিলে বাঁচার আকুতি নিয়ে ফুলে ফুলে যায় রঙিন ভ্রমরা ।
সকল নিশুতি নিঃসঙ্গতা থেকে তোমার জন্য খুঁজে আনবো একজোড়া নীল গাঁদার ফুল এই ফাগুনে।
বুনোহাসের ডানার আনন্দ মিছিলে তোমাকে পড়িয়ে দিবো বিকেলের গন্ধে ডুবা সূর্যের তাপের ঐ দিগন্তে।
একদিন উড়ালি মেঘ হবো
নৈঃশব্দ্যে চলে যাবো মনপুড়া ছেড়ে, আর ফিরবো না এই বৃন্দাবনে।
Leave a Reply