সুহেল হাসান কলকলিয়া থেকে:: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রমের অংশ হিসেবে তথ্য সংগ্রহের কাজ শেষ হয়ে ছবি উঠোনোর কার্যক্রম শুরু হয়েছে । আজ বুধবার সকাল থেকে ছবি উঠোনোর কার্যক্রম শুরু হয় চলবে আগামীকাল পর্যন্ত । বুধবার কলকলিয়া ইউনিয়নের আটপাড়া উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ লাইন ধরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নতুন ভোটার হতে আগ্রহীরা ছবি উঠাতে দেখা গেছে । ছবি তুলতে আসা কলকলিয়া ইউনিয়নের বাসিন্দা রোকেয়া বলেন, জীবনের প্রথম ভোটার হিসেবে ছবি তুলতে গিয়ে খুব ভালো লাগল। আজ খুব খুশি আমি আমার প্রিয় দেশের ভোটার হতে পেরে। নতুন ভোটার হয়ে ছবি তুলতে আসা হাবিব বলেন, আগামীতে ভোট দিতে চাই। তাই ভোটার হতে ছবি তুলতে এসেছি। উপজেলা নির্বাচন অফিসার গোলাম সারোয়ার বলেন, উপজেলা জুড়ে ভোটার তালিকা প্রনয়নের প্রথমকাজ শেষ হয়েছে। এখন ছবি তোলার কাজ চলছে।