স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর উপজেলা বিএনপির গঠিত কমিটি বাতিলের দাবী করে বিবাদমান বিএনপির অপর গ্রুপের নেতাকর্মীদের উদ্যোগের রোববার বেলা দুই ঘঠিকার সময় পৌর শহরের অস্থানীয় কার্য্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি নেতা মির্জা আবুল কাসেম স্বপনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কর্নেল (অবঃ) সৈয়দ আলী আহমদ, বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমান, হাজী আবুল হোসেন, লুৎফুর রহমান চৌধুরী, মাষ্টার কদ্দুছ মিয়া, সৈয়দ জিতু মিয়া, আবিবুল বারী আয়হান, মিজানুর রহমান, শাহেদ আহমদ, নুরুজ্জামান, তাজিবুর রহমান, জামিল হুসেন গেদন, তকবুর হুসেন, পারভেজ আহমদ, মামুর আহমদ, ফারুক মিয়া, আইনুল ইসলাম, আঙ্গুর মিয়া, যুবদল নেতা ছায়াদ মিয়া, আব্দুল হান্নান প্রমুখ। এ সভায় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আকিক মিয়া, হাজী ছায়াদ মিয়া, নানু মিয়া, আলমগীর জিম্মাদার, আব্দুল গফ্ফার, ছরত মিয়া, যুবদল নেতা শামিনুর রহমান, রফিক মিয়া, সৈয়দ আবু বক্কর, সৈয়দ আজহার, শাহিন মিয়া, ছাত্রদল নেতা শহিদ মিয়া, জাহেদ আহমদ, আলী হোসেন, মহসিন আহমদ, সামছুজ্জামান শামীম জুবেল, আফরোজ আলী, শামীম, ফয়েজ ফয়ছল, সালাউদ্দিন, মির্জা তামিম প্রমুখ।
সভায় বক্তারা অগনতান্ত্রিক ও গঠনতন্ত্র বিরোধী নব গঠিত জগন্নাথপুর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবী জানান।