দিরাই প্রতিনিধি:: দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর রহমান খোন্দকার কে বদলী জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দিরাই ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমি পরিবারের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। একাডেমির কনফারেন্স হলে একাডেমির পরিচালক শাহজাহান সিরাজের সভাপতিত্বেও ভাইস প্রিন্সিপাল অনুপম দাসের পরিচালনায় সংবর্ধনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অভিজিৎ সূত্রধর,দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, মুক্তিযোদ্ধা আব্দুল সালাম,একাডেমির সাবেক প্রিন্সিপাল শৈলেন্দ্র চন্দ্র দাস। বক্তব্য রাখেন একাডেমির প্রিন্সিপাল রাজিয়া বেগমসহ শিক্ষক অভিভাবক বৃন্দ। সংবর্ধনা শেষে বিদায়ী নির্বাহী কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস তুলে দেন অতিথিরা।