Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

উপজেলা নির্বাচন জগন্নাথপুর-প্রতীক বরাদ্ধে ডন অনুসারিরা হতাশ খুশি মান্নান সমর্থকরা

স্টাফ রিপোর্টার:: প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রতীক পেয়েছেন স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ অনুসারীরা। উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজনই প্রতিমন্ত্রী এমএ মান্নান ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ অনুসারি হিসেবে পরিচিত। এতে করে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের রাজনীতিতে আজিজুস সামাদ ডন সমর্থিত হিসেবে পরিচিত অংশে হতাশা দেখা দিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, প্রথমবারের মতো দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা হলে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের বিবাদমান দুটি পক্ষ পৃথক পৃথক সভা করে প্রার্থী তালিকা চূড়ান্ত করে। আজিজুস সামাদ ডন সমর্থিত অংশ যুক্তরাজ্য আওয়ামীলীগ সহ-সভাপতি হরমুজ আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা মিন্টু রঞ্জন ধর ও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, শাহিদুল ইসলাম বকুল, সৈয়দ শেফুল আমীনের নাম প্রস্তাব করে জেলা আওয়ামীলীগ সভাপতি মতিউর রহমানের নিকট পাঠানোর সিদ্ধান্ত নেয়। অপর অংশে মন্ত্রী মান্নান ও সিদ্দিক আহমদ অনুসারিরা চেয়ারম্যান পদে আকমল হোসেন ভাইস চেয়ারম্যান পদে কামাল উদ্দিন, মুজিবুর রহমান,লিটন তালুকদার ও বিজন কুমার দেব এর নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠায়্ মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাজেরা বারীর নাম পাঠানো হয়। মঙ্গলবার কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে আকমল হোসেন,ভাইস চেয়ারম্যান পদে বিজন কুমার দেব, ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাজেরা বারীর নাম চুড়ান্ত করে। এঘোষনার পর পরই আজিজুস সামাদ ডন অনুসারি দের মধ্যে হতাশা দেখা দেয়। এদিকে স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান অনুসারি হিসেবে পরিচিত উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্প্দাক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

Exit mobile version