জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সন্মেলন করতে না পেরে ক্ষুব্দ হয়ে জেলা ছাত্রলীগ ঘোষনা করেছে জগন্নাথপুর পৌর ছাত্রলীগের নতুন কমিটি। ঘোষিত কমিটিতে মো. সায়েক আহমদ কে সভাপতি ও হাছিনুর রশিদ ভূইয়া কে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির সহ-সভাপতি হলেন, আজিজুল হক সুমন, আবু হেনা, আলফাজ আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে সজিব রায় দূর্জয়, ছায়াদ আহমদ ভূইয়া, সারুয়ার আহমেদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আবু সাঈদ কে। রোববার রাতে সুনামগঞ্জের একটি পত্রিকায় প্রেসবিজ্ঞপ্তি পাঠিয়ে সংবাদ প্রকাশ হয়। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ ও সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী রোববার রাতে এই কমিটি অনুমোদন করেন বলে জানা যায়।
জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ ও সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী কমিটির গঠনের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, আমরা বেশ কিছুদিন ধরে জগন্নাথপুর উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি গঠনের কথা ভাবছিলাম। । উপজেলা ছাত্রলীগের সন্মেলনের দিনক্ষন ঠিক করার পরও আওয়ামীলীগ নেতাদের কারণে সন্মেলন করা যায়নি। তাই আমরা গঠনতান্ত্রিক নিয়মে পৌর ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন করেছি। অচিরেই উপজেলা ছাত্রলীগের বিষয়ে সিদ্ধান্ত নেব। এদিকে পৌর ছাত্রটিলীগের নতুন কমিটিতে স্থান পাওয়া না পাওয়া নিয়ে পৌর ছাত্রলীগের নেতাকমীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। কমিটিতে থাকা একাধিক নেতা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে কমিটি প্রত্যাখান করে পদত্যাগ করার কথা জানিয়েছেন। এদিকে নতুন কমিটি ঘোষনা হলেও এখনও নতুন কমিটিকে স্বাগত জানিয়ে জগন্নাথপুর হয়নি কোন আনন্দ মিছিল। উল্লেখ্য ২৬ এপ্রিল উপজেলা ছাত্রলীগের সন্মেলনের দিনক্ষন ঠিক করে সকল প্রস্তুতি শেষ হলেও শেষ মুহুতে এসে জেলা আওয়ামীলীগের নেতাদের দাওয়াত না দেয়ার অভিযোগে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সন্মেলন পন্ড হয়। এরপরই পৌর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়।
Leave a Reply