আমিনুল হক ওয়েছ যুক্তরাজ্য থেকে :: আধুনিক জগন্নাথপুর গড়ুন এই শ্লোগান কে সামনে নিয়ে সুশাসন, সুষমউন্নয়ন ও আধুনিকতার ছোঁয়ায় নতুনত্বের স্বপ্ন নিয়ে প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলাকে সর্বাধুনিক মডেল উপজেলায় রূপান্তরিত করার লক্ষ্যে যুক্তরাজ্য প্রবাসীদের মনোনীত, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি , বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত সভাপতি
মোহাম্মদ হরমুজ আলীর সমর্থনে পূর্ব লন্ডনের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক ওয়াটার লিলি হলে রোববার বিকেলে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক , যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট আব্দুল গাফ্ফার চৌধুরী ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সভাপতি কমিউনিটির প্রবীন ব্যাক্তিত্ব আলহাজ্ব শামসুদ্দিন খাঁন , যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কমিউনিটির প্রবীন ব্যাক্তিত্ব আলহাজ্ব নুরুল হক লালা মিয়া , সুনামগজ্ঞ সমিতি ইউকের সভাপতি আব্দুল আলী রউফ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক লিডার হেলাল উদ্দিন আব্বাস , টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আব্দুল মুকিত চুন্নু এম বি ই, ড. আব্দুল হান্নান, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য নজরুল ইসলাম , চ্যানেল আই ইউরোপের ম্যানাজিং ডিরেক্টর রেজা আহমদ ফয়সল চৌধুরী শোয়েব।
যুক্তরাজ্য আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ এর যৌথ পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, আনোয়ারুজ্জামান চৌধুরী , আওয়ামীলীগ নেতা আব্দুল আহাদ চৌধুরী , শাহ শামীম আহমদ, হাবিবুর রহমান হাবিব ,খসরুজ্জামান খসরু, আ.স.ম মিসবাহ , সৈয়দ ছুরুক মিয়া , সারব আলী, এ এস এম সুজন , কাওছার আহমদ চৌধুরী , লুৎফুর রহমান ছায়েদ ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের সভাপতি ও ব্রিকলেইন জামে মসজিদের সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়া ।
নির্বাচনী কর্মসূচি ও ঘোষণা পত্র পাঠ করেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের সাধারণ সম্পাদক মল্লিক আবদুল ওয়াদুদ শাকু।
পবিত্র কোরআন তেলাওত করেন যুক্তরাজ্য আওয়ামী ওলামালীগের আহবায়ক মাওলানা কুতুব উদ্দিন ।
সভায় বক্তারা হরমুজ আলীকে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হিসেবে জগন্নাথপুর উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানান।
জনসভায় অন্যান্যোর আরো বক্তব্য রাখেন, কমিউনিটির অন্যতম নেতা আবুল লেইস মিয়া,ব্যারিষ্টার ফজলুল হক, এ কে এম ইয়াহিয়া, সৈয়দ এনামুল ইসলাম , হারুন অর রশীদ , ফয়জুল ইসলাম লস্কর , গয়াছুর রহমান গয়াছ , আফতাব হোসেন , আমির হোসেন , আশরাফুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক মাহবুবুল হক শিরিন, সাংবাদিকদের মধ্যে সৈয়দ আনাস পাশা, সুজাত মনসুর , মাতিয়ার চৌধুরী , লন্ডন আওয়ামীলীগ নেতা ইলিয়াস মিয়া , সফিক মিয়া , আফসর খাঁন সাদেক , সৈয়দ সাদেক , মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে খালেদা মোস্তাক ক্বোরেশী, মুসলিমা শামস বন্নি , আন্জুম আরা অন্জু , হোসনে আরা মতিন, নাজমা হোসেন ,আওয়ামী আইনজীবী পরিষদ নেতা ব্যারিস্টার মহি উদ্দিন , অনুকূল তালুকদার ডাল্টন , যুক্তরাজ্য যুবলীগ নেতা সেলিম খাঁন , নাজমুল হোসেন , জামাল খাঁন , দেলোয়ার হোসেন লিটন , আমিনুল ইসলাম রাবেল, বাবুল খাঁন , স্বেচ্ছাসেবকলীগের ছায়াদ আহমদ সাদ, আবুল কালাম আজাদ , আকিকুর রহমান খাঁন আকিক , শ্রমিকলীগের শামীম আহমদ, আনোয়ারুল ইসলাম , এম ইকবাল হোসেন , এসেক্স আওয়ামীলীগের সভাপতি কয়েছ চৌধুরী , লুটন আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদ মিয়া ,হিথ্রো আওয়ামীলীগের সভাপতি শামীম আহমদ,কভেন্টি আওয়ামীলীগের সভাপতি মকদ্দুছ আলী , বেডফোর্ড আওয়ামীলীগ নেতা সাজিদ উল্লাহ ,নর্থাম্টন আওয়ামীলীগের সভাপতি এম এ রউফ ,সাউথশিল্ড আওয়ামীলীগ নেতা সৈয়দ রব্বানী, সাসেক্স আওয়ামীলীগ নেতা মোজাম্মিল আলী , প্রজন্ম একাত্তরের বাবুল হোসেন, যুব মহিলা লীগের ইয়াসমিন সুলতানা পলিন , সাজিয়া সুলতানা স্নিগ্ধা, লন্ডন যুবলীগের ফয়সল হোসেন সুমন , মিনার আলী , কৃষকলীগের সৈয়দ তারেক , এম এ আলী , তাতী লীগের এম এ সালাম , রফিক মিয়া , সিজিল মিয়া , জগন্নাথপুর উন্নয়ন সংস্থার তাহের কামালী , নোমান আহমদ, যুক্তরাজ্য ছাত্রলীগের তামীম আহমদ, সজীব ভূঁইয়া , সারোয়ার কবির প্রমূখ ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,শাহ ফারুক , আফজল হোসেন সিদ্দিক মিয়া , মুহিত খাঁন , রেজাউল ইসলাম ,এম এ রকিব , সৈয়দ নজরুল ইসলাম , মজনু মিয়া , খালিসুর রহমান , আব্দুল কাহার, মাহমদ মিয়া , মাহমুদ আলী , আ স ম ফিরোজ , মাহবুব আহমদ, আং কাদির ,ডাহান মিয়া , কাহার মিয়া , সৈয়দ আতাউর , আতাউর রহমান , রুহেল মিয়া , ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম , নূর বক্স, মন্তর আলী রাজু , আখতার আহমদ রিবু, শায়েক আহমদ, ইউসুফ কামালী , আমিনুল হক জিলু ,কামরুল ইসলাম , নাহিদ জায়গীরদার, আলী আকবর চৌধুরী ,আঙ্গুর আলী ,সাদেক চৌধুরী , পীর মুকুল মোসাদ্দেক, আকবর আলী , হারিক কামালী , দেলোয়ার হোসেন , সৈয়দা মাহমুদা বেগম , নাজনীন সুলতানা শিখা, সফিকুল ইসলাম , মজুমদার মিয়া , দারা মিয়া , শামীম আহমদ, শামসুল হক চৌধুরী , চন্দন মিয়া , অরোক চৌধুরী , সৈয়দ হামজা, মুজিবুল হক মনি, শহিদ মিয়া , শাহ ফয়েজ , ফখরুল ইসলাম জামাল , আবুল ফয়েজ ।
Leave a Reply