স্টাফ রিপোর্টার:: উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের মূল্যায়ন প্রতিবেদনে জগন্নাথপুর উপজেলা পরিষদ দ্বিতীয়বারের মতো সুনামগঞ্জ জেলায় প্রথম স্থান অর্জন করেছে। রোববার সুনামগঞ্জ জেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের মূল্যায়ন প্রতিবেদন পেশ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার বিভাগের সুনামগঞ্জের পরিচালক দেবজিৎ সিংহ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। সভায় মূল্যায়ন প্রতিবেদন পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালেয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোব্বাশ্বির মোনেম। সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ, দিরাই উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা,সুনামগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা, জেলা ফ্যাসিলিটেটর জিল্লূর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তা,জেলার সকল উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দ। সভায় জগন্নাথপুর উপজেলার ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবিরসহ প্রশাসনেরকর্মকর্তাবৃন্দ উপপস্থিত ছিলেন। মূল্যায়ন প্রতিবেদন বিভিন্ন ক্যাটাগরিতে ৭৪ নম্বর পেয়ে জগন্নাথপুর উপজেলা দ্বিতীয়বারের মতো সুনামগঞ্জ জেলার শ্রেষ্টত্বের স্থান অর্জন করে। ৭১ নম্বর পেয়ে বিশ্বম্ভরপুর উপজেলা দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে সুনামগঞ্জ সদর উপজেলা। জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, গত বছর মূল্যায়ন প্রতিবেদনে সুনামগঞ্জ জেলায় প্রথম হওয়ার পাশাপাশি জগন্নাথপুর উপজেলা সারাদেশে প্রথমস্থান অর্জন করেছিল। যার ধারাবাহিকতায় এবারও আমরা এগিয়ে যাচ্ছি। জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটককমকে বলেন,আমরা আমাদের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রেখে কাজ করছি। যার ফল হিসেবে সুনামগঞ্জে প্রথম হয়েছি। আশা করছি আবারও সারাদেশে প্রথম হব।
Leave a Reply