পাটলী ইউনিয়ন প্রতিনিধি::জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নে ব্যাপক উন্নয়ন কর্মসূচী বাস্তবায়িত হতে যাচ্ছে। আজ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত বেশ কিছু উন্নয়ণ প্রকল্পের উদ্বোধন করবেন। পাটলী ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের ডাটা বেইজ সফটওয়ার উদ্বোধনের মাধ্যমে মন্ত্রী কার্যক্রম শুরু করবেন। এরপর পাটলী ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, শ্রেষ্ট স্কুল মাদ্রাসা, শ্রেষ্ট কৃষক,গুনীজন, যুব সংঘ, গনমাধ্যম প্রতিনিধি,মন্ত্রী মহোদয়ের এপিএসকে ক্রেষ্ট প্রদান ও ইউনিয়নের ভিক্ষুকদেরকে পূর্ণবাসনের অংশ হিসেবে উপকরণ প্রদান করবেন । দুপুরে উন্নয়ণ সভা শেষে পাটলী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এজলাস স্থাপন,পাটলী ইউনিয়নে আইটি সেন্টার উদ্বোধন, রসুলগঞ্জ বাজারে নবনির্মিত টোলঘর উদ্বোধন,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এরালিয়া বাজার পাকা রাস্তার উদ্বোধন,সাতহাল কুড়িহাই পাকা রাস্তার উদ্বোধন,কবিরপুর প্রাথমিক বিদ্যালয় রাস্তা উদ্বোধন,কবিরপুর পাঁচপাড়া রাস্তায় রতœা নদীর উপর ব্রিজ উদ্বোধন,সুলেমানপুর স্বরস্বতী নদীর উপর ব্রিজ উদ্বোধন সন্ধ্যায় পাটলী ইউনিয়নের সৌর স্ট্রিক লাইট বাস্তবায়ন প্রকল্প উদ্বোধন করবেন। এসব প্রকল্প উদ্বোধনী উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম,জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন,ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ,ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবির, সভায় সভাপতিত্ব করবেন পাটলী ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক। বাস্তবায়িত প্রকল্পগুলো স্থানীয় সংসদ সদস্য এম এ মান্নানের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যগে বাস্তবায়িত হয়েছে।