Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

উত্তর গাজার শেষ হাসপাতালটি পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা

স্টাফ রিপোর্টার::
উত্তর গাজায় স্বাস্থ্যসেবা পাওয়ার শেষ ভরসাস্থল কামাল আদওয়ান হাসপাতালটি পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর আগে গতকাল হাসপাতালটিতে ব্যাপক অভিযান চালায় তারা। এতে হাসপাতালটির বেশিরভাগ ওয়ার্ড ধ্বংস হয়ে গেছে। এই অভিযানকে ‘বর্বর’ বলেছে স্থানীয় কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী হাসপাতালটির পরিচালক হুসাম আবু সাফিয়ানসহ কয়েকজন কর্মচারীকে ধরে নিয়ে গেছে। অনেক রোগীর ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা যায়নি। ইসরায়েলি সেনারা বল প্রয়োগ করে হাসপাতালটি খালি করেছে।

ডব্লিউএইচও বলেছে, গাজার চিকিৎসাব্যবস্থা ধ্বংস করা হাজার হাজার ফিলিস্তিনির মৃত্যুদণ্ডের সমতুল্য।

এক্সে দেওয়া এক পোস্টে ডব্লিউএইচও বলেছে, অভিযানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মকভাবে পুড়ে গেছে। ধ্বংস হয়ে গেছে একাধিক বিভাগ।

এদিকে উত্তর গাজার বেইত লাহিয়া এলাকার ওই হাসপাতালে অভিযান চালানোর কথা স্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি, এটি হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করেছে হামাস। তারা এ ঘটনাকে ‘সুস্পষ্ট যুদ্ধাপরাধ’ বলে মন্তব্য করেছেন। অ্যাপ টেলিগ্রামে সংগঠনটি বলেছে, ‘যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশের প্রশ্রয়ে গাজায় যুদ্ধাপরাধ করেই যাচ্ছে দখলদার ইসরায়েলি সরকার।’

এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) অবিলম্বে গাজায় মানবিক সহায়তা চালুর দাবি জানিয়েছে। কারণ শিশুরা মারা যাচ্ছে প্রচণ্ড ঠান্ডায়।

গাজায় গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি অভিযানে নিহত হয়েছে ৪৫ হাজার ৪৩৬ ফিলিস্তিনি। আহত হয়েছে ১ লাখ ৮ হাজার ৩৮ জন।

Exit mobile version