1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
উত্তর আয়ারল্যান্ডের গনভোটের দাবী প্রত্যাখান করলেন বৃটিশ প্রধানমন্ত্রী - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন

উত্তর আয়ারল্যান্ডের গনভোটের দাবী প্রত্যাখান করলেন বৃটিশ প্রধানমন্ত্রী

  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০১৭
  • ৪০৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: উত্তর আয়ারল্যান্ডের স্বাধীনতার জন্য গণভোটের দাবি প্রত্যাখ্যান করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। ওই দেশের শক্তিশালী দল সিন ফেইন যত দ্রুত সম্ভব উত্তর আয়ারল্যান্ডের স্বাধীনতার জন্য গণভোট দাবি করেছে। দলটির নেতা মাইকেল ও’নেইল সোমবার বলেছেন, তাদের জন্য ব্রেক্সিট হবে একটি বিপর্যয়। এর প্রভাব কাটিয়ে ওঠার একটি পন্থা হতে পারে ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের বিষয়ে একটি গণভোট। মঙ্গলবার হাউজ অব কমন্সে এর জবাব দেন তেরেসা মে। তিনি বলেন, উত্তর আয়ারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রী যে বিষয়ে কথা বলেছেন এখন এই সময়ে তার ওপর কোনো ভোট হওয়ার অধিকার নেই। আমাদেরকে এখন যেটা করতে হবে তা হলো উত্তর আয়ারল্যান্ডের প্রশাসনকে উন্নত করতে সব দলকে নিয়ে অব্যাহতভাবে কাজ করা। আমরা তা করেছিও। সেটা করেছি উত্তর আয়ারল্যান্ডের মানুষের স্বার্থেই। এ খবর দিয়েছে অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। হাউজ অব কমন্সে উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির নাইজেল ডডস এ ইস্যুটি উত্থাপন করেন। তিনি বলেন, উত্তর আয়ারল্যান্ডে এমন ভোট হলে তাতে সৃষ্টি হবে এক অনিশ্চয়তা ও বিভক্তি। এমন গণভোটের আহ্বান বেলফাস্ট চুক্তি বিরোধী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com