জগন্নাথপুরের কৃতি সন্তনি বিশিষ্ট আলেমে দ্বীন বিশ্বানাথ উপজেলার মিয়ার বাজার হযরত শাহ্চান্দ শাহ্কালু ইসলামিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত ৩০ অক্টোবর বুধবার উজবেকিস্তানে বিশ্ব সূফী সম্মেলনে যোগদান করেছেন। সেখানে বিভিন্ন ওলামায়ে কিরামগণের মাজার জিয়ারতসহ কয়েকটি সভা-সেমিনারে অংশ নেন।
গতকাল রোববার উজবেকিস্তানে অবস্থিত জগদ্বিখ্যাত হাদিস বিশারদ, ছিয়াছাত্তার প্রধান ও ছহীহ্ হাদিসের গ্রন্থ ছহীহ্ বুখারী শরীফের প্রনেতা ইমাম বুখারী (রহ.) এর মাজার জিয়ারত করেন। সেখানে তাঁরা সূরা ফাতেহা পাঠ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করেন।
প্রসঙ্গত, মাওলানা আব্দুল মুক্তাদির খান জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আটঘর গ্রামের বাসিন্দা।
# প্রেস বিজ্ঞপ্তি