Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমণ ইচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে জগন্নাথপুরে এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় উচ্চ শিক্ষায় গমন ইচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে শেইপ অফ টুমোরুজ এডুকেশনের উদ্যাগে এডুকেশন এক্সপো জগন্নাথপুর নামে দিনব্যাপী এক কর্মশালা বুধবার জগন্নাথপুর উপজেলা পরিষদ মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শেইপ অফ টুমোরুজ এডুকেশন সিলেটের শাখার ডেপুটি পরিচালক আবদুল হালিম জুনেদ  এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা ইমাম সমিতির সভাপতি মুহিবুর রহমান,, এসডি এর হেড অফ ডেভলাপমেন্ট আবদুল মুকিত,জহির ইনষ্টিটিউটের পরিচালক জহিরুল ইসলাম,ব্রিটিশ লেংগুজের পরিচালক মুক্তাকিন বিল্লাহ, শেইপ অফ টুমোরুজ এডুকেশনের ব্রাঞ্চ ম্যানেজার তাসলিমা হাবিব,সিনিয়র কাউন্সিলর নাঈমা ফেরদৌসী, সিনিয়র মার্কেটিং কর্মকর্তা আরিফ চৌধুরী,স্টুডেন্ট কাউন্সিলর দেওয়ান জিসান চৌধুরী,মার্কেটিং কর্মকর্তা আব্দুল্লাহ আল রুমান প্রমুখ

 

কর্মশালায় স্টুডেন্ট ভিসা নিয়ে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে গমন ইচ্ছুক শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়। এছাড়াও ইংরেজিতে দক্ষতা অর্জন, শিক্ষাবৃত্তি ও গবেষণা বিষয়ে ধারণা দেওয়া হয়। এসব বিষয়ে যে কোন পরামর্শের জন্য শেইপ অফ টুমোরুজ এডুকেশনের সহযোগিতা ও পরামর্শ অব্যাহত রয়েছে বলে জানানো হয়। কর্মশালায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

Exit mobile version