এনাম উদ্দিন::টেস্ট সিরিজে ২য় টেস্টে ব্ল্যাক ক্যাপরা ২৫৪ রানের বিশাল ব্যবধানে জিম্বাবুয়েকে হারালো। দুই ইনিংসে ১১৩ ও অপরাজিত ৬৮ রানের পাশাপাশি নেতৃত্ব দিয়ে ম্যাচ সেরা উইলিয়ামসন। ২ টেস্টে ১১ উইকেট নিয়ে সিরিজ সেরা বাঁহাতি পেসার নিল ওয়াগনার।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৫৮২/৪ (ডি.)
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩৬২
নিউ জিল্যান্ড ২য় ইনিংস: ১৬৬/২ (ডি.)
জিম্বাবুয়ে ২য় ইনিংস: (লক্ষ্য ৩৮৭) ৬৮.৪ ওভারে ১৩২ (মায়োয়ো ৩৫, চিবাবা ২১, রাজা ০, টিরিপানো ২২, আরভিন ২৭, মাসভাউরে ১১, উইলিয়ামস ১১, মুর ১, ক্রেমার ১, নিয়ুম্বু ০*, চিনুইয়া ০; সাউদি ১/৩৫, ওয়াগনার ১/২৩, স্যান্টনার ১/১৫, সোধি ৩/১৯, গাপটিল ৩/১১)।
ফল: নিউ জিল্যান্ড ২৫৪ রানে জয়ী
সিরিজ: ২ ম্যাচ সিরিজ নিউ জিল্যান্ড ২-০তে জয়ী
ম্যান অব দা ম্যাচ: কেন উইলিয়ামসন
ম্যান অব দা সিরিজ: নিল ওয়াগনার
Leave a Reply