জগন্নাথপুর২৪ ডেস্ক::
জন্মনিয়ন্ত্রণ ও শাস্তি শিবির স্থাপন বিষয়ে চীন সরকারের গৃহীত পদক্ষেপগুলো জাতিসংঘের ২৬০ নং প্রজ্ঞাপন অনুসারে গণহত্যার শামিল, যা সাধারণত গণহত্যা সম্মেলন নামে পরিচিত।
অবশ্য নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটেসের ডানপন্থী দল ভিভিপি গণহত্যা ঘোষণার বিরুদ্ধে ভোট প্রদান করেছে। পররাষ্ট্রমন্ত্রী স্ট্যাফ ব্লক জানান, উইঘুর সম্প্রদায়ের অবস্থা অত্যন্ত করুণ। তবে সরকার এখনই ‘গণহত্যা’ টার্মটি ব্যবহার করতে চান না। কারণ জাতিসংঘ ও আন্তর্জাতিক আদালতের মতো কেউ এমন কোনো ঘোষণা দেয়নি।
নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত চীন দূতাবাস জিনজিয়াংয়ের গণহত্যা বিষয়ক খবর পুরোপুরি মিথ্যা ও ভুয়া বলে জানিয়েছে। তাছাড়া ডাচ সরকার চীনের বিরুদ্ধে জেনেশুনে বিষোদ্গার করছে এবং চীনের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করছে।
এর আগে গত সপ্তাহে কানাডাও চীনের উইঘুর মুসলিমদের ওপর চালানো নির্যাতনকে গণহত্যা বলে স্বীকৃতি দিয়েছে।
সূত্র : রয়টার্স
সৌজন্যে কালের কণ্ঠ