Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ঈমানের পরীক্ষা রমজান

আজ বাইশতম রমজান। রমজানের দিনগুলো আমরা সুব্‌হে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু খাই না, পান করি না। কিন্তু কেন খাই না, কেন পান করি না? কে আমাদের হাত ধরে রাখে, সকল প্রকার পানাহার থেকে কে আমাদের মুখ বন্ধ করে রাখে? খাবার ও পানীয় জল সামনে থাকা সত্ত্বেও কেন আমরা খাইনা? কে আমাদের বাধা দেয়? লোক ভয়ে, লোক লজ্জায়? কিন্তু যখন কোনো লোকই আমাদের সামনে থাকে না, নিজ গৃহকোণে আমি একা রয়েছি, আমার সামনে রয়েছে অঢেল পরিমাণ উপাদেয় খাবার ও পানীয় জল তখন আমাকে কে বাধা দেয়? তখন আমাকে কেউ বাধা দেয় না সত্য, কিন্তু আমি অনুভব করতে পারি যে, কেউ না দেখলেও আমার মালিক মহান আল্লাহ্‌ আমাকে দেখছেন। তিনি আমার রক্তের শিরা-উপশিরা এবং অন্তরের খবরটাও শুনছেন এবং অবলোকন করছেন। এভাবেই রমজান মাসে আমাদের ঈমানের পরীক্ষা হয়ে যায়। আমার বিবেক, বুদ্ধি, সচকিত হয়ে উঠে আত্মা জীবিত হয়ে যায়। এভাবে দীর্ঘ একমাস সিয়াম সাধনার ফলে অগ্নিপরীক্ষার ভিতর দিয়ে মহান আল্লাহ্‌র অস্তিত্বকে বাস্তবিক সত্য করে তোলে মানুষের জীবন এবং মানদণ্ডকে পবিত্র মাস রমজান। রমজান মাসে অনেক হালাল বস্তুকে সাময়িকভাবে দিনের বেলা রোজাদারের জন্য হারাম ঘোষণা করেছেন। কালের কণ্ঠ।

লেখক-মাওলানা এমএ করিম ইবনে মছব্বির।

Exit mobile version