Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ঈদ যাত্রীদের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার সকাল আটটা থেকে ২৭ আগস্টের টিকিট বিক্রি শুরু হয়।

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভোর থেকেই জড়ো হতে থাকেন টিকিটপ্রত্যাশীরা। সকাল সাড়ে নয়টা পর্যন্ত তাদের ভিড় সহনীয় পর্যায়ে ছিল। ২৩টি কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হচ্ছে। আগাম টিকিট কাটতে আসা বেশির ভাগই শিক্ষার্থী। তবে অনেক চাকরিজীবীও পরিবারের সদস্যদের জন্য টিকিট নিতে এসেছেন।

আজকের পর ১৯, ২০, ২১ ও ২২ আগস্ট যথাক্রমে ২৮, ২৯, ৩০ ও ৩১ আগস্টের টিকিট পাবেন ঘরমুখো যাত্রীরা। রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও চট্টগ্রাম রেলস্টেশনের নির্ধারিত স্থানে বিশেষ ব্যবস্থাপনায় প্রতিদিন সকাল ৮টা থেকে আগাম টিকিট দেওয়া হবে। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৫ আগস্ট থেকে, চলবে ২৯ আগস্ট পর্যন্ত।

এছাড়া ২৮ আগস্ট থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। একই সঙ্গে ২৯ আগস্ট থেকে সাত জোড়া বিশেষ ট্রেন নামাবে বাংলাদেশ রেলওয়ে।

Exit mobile version