Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ঈদের সকালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চট্টগ্রামের লোহাগড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৬ জন।

আজ সোমবার সকাল ৭টা ২৫ মিনিটের দিকে এ সংঘর্ষ হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, চট্টগ্রামের লোহাগড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে একটি মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে লোহাগড়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কার্যক্রম চালায়।

সুত্র সমকাল

Exit mobile version