1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে সিসিক কর্মচারীর লাশ সুনামগঞ্জে রিক্সা চালকের ছদ্মবেশে ছিনতাই যুক্তরাজ্যে খেলাফত মজলিসের কমিটি গঠন/ সভাপতি মাওলানা রেজাউল হক ও সেক্রেটারী মুফতি ছালেহ পুনঃনির্বাচিত হজ ও ওমরাহ আদায়ের পদ্ধতি সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা বিষয়ক আইন হওয়া প্রয়োজন: তথ্য উপদেষ্টা ‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে এখনো কোনো আলোচনা হয়নি: প্রেস সচিব জগন্নাথপুরে গভীর রাতে বৈষম্যবিরোধীর দুই কর্মীকে রক্তাক্ত করলো ছাত্রলীগ নবীগঞ্জে পাওনা ৫০ টাকা নিয়ে সংঘর্ষ/ আহত অর্ধশতাধিক শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ভারতের ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

  • Update Time : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে অওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (৩১ মার্চ) সকালে ঈদের নামাজ শেষে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।

ঘটনার পর সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে লালপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেনের ছেলে মেহেদী হাসান মুনসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে রামকৃষ্ণপুর ঈদগাহ মঠে নামাজ শেষে বাড়ি ফেরার সময় জয় বাংলা স্লোগান দিতে থাকে আওয়ামী লীগ কর্মীরা। এসময় বিএনপি কর্মীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে সাব্বির (২৪) নামের এক বিএনপি কর্মীকে মারধরের ঘটনা ঘটে। পরে বেলা ১১টার দিকে লাঠিসোটা ও অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। গুলিতে আহত হয়েছেন সুজন (৩০) নামের এক বিএনপি কর্মী। গুলিবিদ্ধ সুজনকে রাজশাহী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

লালপুর থানার ওসি নাজমুল হক জানান, পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সুত্র ইত্তেফাক

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com