জগন্নাথপুর২৪ ডেস্ক::মুসলমানদের সবচেয়ে বড় দর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের দিনও (শুক্রবার) গাজায় হামলা চালিয়ে দখলদার ইসরাইলের সেনারা।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি পর্যবেক্ষণ পোস্টের ওপর ওই হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। সম্প্রতি গাজার ওপর ইহুদিবাদী রাষ্ট্রটি আগ্রাসন জোরদার করেছে। খবর সংবাদ সংস্থা সাফার।
ইসরাইলি সেনারা শুক্রবার বিকেলে রাফা শহরের পূর্বে অবস্থিত বুর্জ আল-আহমারের কাছে হামলা চালায়। এতে হতাহতের খবর পাওয়া যায় নি।
এদিকে, পশ্চিম তীরের নাবি সালিহ এলাকায় দখলদার ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনের দুই তরুণ আহত হয়েছে। তারা দুজনই স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।