স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের রসুলপুর সমাজকল্যাণ ইসলামী যুব সংঘের পক্ষ থেকে অর্ধশতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেনে ফুড প্যাক বিতরণ করা হয়েছে।
শনিবার রাতের আঁধারে রসুলপুর, উত্তর রসুলপুর ও হলদিপুর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ফুড প্যাক বিতরণ করেছে রসুলপুর সমাজকল্যাণ ইসলামী যুব সংঘের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শুয়াইবুর রহমান সুয়েব, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, কোষাধ্যক্ষ হাফিজ জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইদুর ইসলাম তুহিন, প্রচার সম্পাদক আমির আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহান মিয়া, অফিস সম্পাদক সাঈদ আহমদ নাঈম, সহ অফিস সম্পাদক মো: মিজানুর রহমান, সদস্য মেহেদী হাসান,মো: সাজু আহমদ, ফাহিম আহমদ, রেদুয়ান আহমদ প্রমুখ।
সভাপতি শুয়াইবুর রহমান সুয়েব জানান, আমাদের এই ক্ষুদ্র উপহার অসহায় মানুষদের হাতে তুলে দিতে পেরে সংগঠনের সকল সদস্যবৃন্দ অনেক আনন্দিত।