অভিজাত মহলের শপিংমলে,মধ্যবিত্তের বাজারে -দোকানে,নিম্নবিত্তের ফুটপাতের পশারে কেনাকাটার
ধুম পড়েছে। শহর ছেড়ে গ্রামের মেঠেো পথে হাঁটার প্রতিক্ষা,প্রিয়জনের সান্নিধ্য লাভের শিকড়ের টান অাজ প্রবল হয়েছে প্রান্তিক জনের ;অভাবের তাড়নায়,প্রতিকূলতায় গ্রাম ছেড়ে শহরে যাওয়ার দু:খের গল্প অাজ মনে করার সময় হাতে নেই ;বাসটার্মিনাল, রেলস্টেশন,লঞ্চঘাটে অগণন মানুষের ভিড় ; পথিমধ্যে যে কোন দূর্ঘটনায় আনন্দ আটকা পরার আশংকা আজ তুচ্ছ। অব্যক্ত কষ্টের মধ্যে সীমাহীন আনন্দধারা হৃদয়ে অাজ বহমান। এই অতুলনীয় আনন্দধারাই ঈদআনন্দ।
এবার প্রায় দেড় লক্ষাধিক মানুষ ভারত সহ বিভিন্ন দেশে কেনাকাটা করতে গেছেন; হাজারো পরিবার দেশীয় ঈদ অানন্দকে তুচ্ছকরে বালি দ্বীপ সহ প্রাকৃতিকসৌন্দর্যে ভরপুর বিভিন্ন দেশে ঈদ করবেন। দেশের রাজধানী ফাঁকা হতে শুরু করেছে। ধনীরা রোজা না রাখতে পারার কাফফারা মিটানোর হিসেব নিয়ে যখন ব্যস্ত; দিনমজুর খেঁটে খাওয়া মানুষ রোজা রাখতে না পারার সাজা ঈদের জামাতে কেমন হবে সেই চিন্তা নিয়ে ব্যস্ত! মাতব্বররা সহ যারা সেই রায় দিবেন তাদেরকে ম্যানেজ করার ভাবনা ও অাছে! অনেকে দেশে থেকে সৌদী অারবের সময়ের সাথে তাল মিলিয়ে অাগের দিনই ঈদ সেরেছেন। তারা দেশের ধর্ম মন্ত্রণালয়,চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ধার ধারেননা ! সরকারী চাকুরী জীবিরা পেয়েছেন পূর্ণ ঈদবোনাস, বেসরকারী চাকুরীজীবিরা পেয়েছেন অাংশিক ঈদবোনাস। কেউ ঈদের জামাতের প্রস্তুতি নিয়ে ব্যস্ত, অনেকে ঈদ জামাতের বাইরে ফিতরার লাইনে জায়গা পাওয়া নিয়ে যুদ্ধে ব্যস্ত থাকবেন। হাওরে ফসলহারা,বন্যাকবলিত,ঘূর্ণিঝড় অাক্রান্ত জনপদে রমজানে অন্ন কষ্ট,ঈদে শিশুদের নতুন পোষাক অার ভাল খাবারের বায়নার অতৃপ্তির অার্তনাদে তবুও থেমে থাকবেনা মানুষের জীবন !
নূহ( অাঃ)এর অামলের সেই মহা প্রলয়েও নিঃশেষ হয়নি মানুষ। দেশে ১৬কোটি ১৭লাখ ৫০ হাজার মানুষের ভিড়ে, ২কোটি ৬০ লাখ অপুষ্টিতেভোগা মানুষ অার ২৬লাখ বেকারের মধ্যে ঈদ অাসুক অানন্দের বার্তা নিয়ে। ঈদের অানন্দ তবু ছুঁয়ে যাক সবাইকে ।
ঈদমোবারক।
:মো. আব্দুল মতিন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ,শাহজালাল মহাবিদ্যালয়,জগন্নাথপুর,সুনামগঞ্জ ।