স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের আটঘর গ্রামে ঈদুল আযহা উপলক্ষ্যে হাজী মাফিজ আলী ও হাজী আব্দুল করিম মেমোরিয়াল সেবা ট্রাষ্টের আয়োজনে এবং যুক্তরাজ্য প্রবাসি সমুজ মিয়ার নিজ উদ্যোগে বৃহস্পতিবার গ্রামের শতাধিক দরিদ্র পরিবারের লোকজনের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরন করা হয়েছে। এ উপলক্ষে আটঘর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা রুনু মিয়া, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, যুবলীগ নেতা শফিক মিয়া, শিশু মিয়া, কয়সর মিয়া, ফয়েজ মিয়া, ছাত্রলীগ নেতা তুমিন মিয়া, আলম, সুমন আলী আহমদ প্রমুখ।
পরে আটঘর গ্রামের শতাধিক পরিবারের লোকজনের মধ্যে জনপ্রতি দুইশত টাকা ও ১০ কেজি করে চাল বিতরন করা হয়।
Leave a Reply