স্টাফ রিপোর্টার::যোগাযোগের অন্যতম মাধ্যম ই-মেইলের উদ্ভাবক রে টমলিনসন মারা গেছেন। ৭৪ বছর বয়সে মারা যান এই মার্কিন কম্পিউটার ইঞ্জিনিয়ার।
১৯৭১ সালে টমলিনসস প্রথম ই-মেইলের মাধ্যমে ইলেক্ট্রনিক বার্তা আদান-প্রদানের বিষয়টি শুরু করেন। এখন ই-মেইল ছাড়া আধুনিক বিশ্বের যোগাযোগ প্রায় অসম্ভব।বোস্টনে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত অবস্থায় তিনি প্রথম আধুনিক ই-মেইল বার্তাটি পাঠান। বর্তমানে সব ধরনের ই-মেইলের ক্ষেত্রে যে ‘@’ প্রতীক ব্যবহার করা হয় তারও প্রচলন করেন টমলিনস। তিনি পরে বলেছিলেন, প্রথম ই-মেইলে কি লেখা হয়েছিল তা তার মনে নেই। সূত্র: বিবিসি।
Leave a Reply