জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সৌদি আরবে নিযুক্ত বৃটিশ রাষ্ট্রদূত সিমন কলিস ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে হজ পালন করেছেন। বৃটেনের দ্য ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়, তিনিই হয়তো হজ পালন করা প্রথম বৃটিশ রাষ্ট্রদূত। টুইটারে পোস্ট করা বিভিন্ন ছবিতে দেখা গেছে, মক্কায় হজযাত্রীদের সাদা কাপড় পরা অবস্থায় দাঁড়িয়ে আছেন তিনি। পাশে ছিলেন তার স্ত্রী হুদা মুজারকেছ। টুইটারে এমন ছবি ছড়িয়ে পড়লে তিনি নিজ থেকেই জানান, ২০১১ সালে হুদা মুজারকেছকে বিয়ের কয়েকদিন আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
প্রথম এ ছবিগুলো টুইটারে প্রকাশ করেছিলেন সৌদি আরবের লেখক ফাওজিয়া আলবাকর। ছবির পাশাপাশি তিনি আরবিতে লিখেছিলেন: ‘ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর হজ পালন করছেন সৌদি আরবে নিযুক্ত প্রথম কোন বৃটিশ রাষ্ট্রদূত। মক্কায় সিমন কলিন্স, সঙ্গে তার স্ত্রী হুদা।’
পরে এক টুইট বার্তায় কলিস নিজেই আরবিতে লিখেন, প্রায় ত্রিশ বছর ধরে মুসলিম সংস্কৃতির সঙ্গে বসবাস তার। ২০১১ সালে বিয়ের কয়েকদিন আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর শুভাকাঙ্খীরা তাকে ও তার স্ত্রীকে অভিনন্দন জানাতে থাকেন। এমন একটি অভিনন্দের প্রত্যুতরে তিনি লিখেন, ‘ধন্যবাদ আপনাকে এবং ঈদ মোবারক।’
২০১৫ সাল থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে রয়েছেন রাষ্ট্রদূত কলিস। এর আগে তিনি বৃটিশ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন সিরিয়া, ইরাক, ভারত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তিউনেশিয়া ও ইয়েমেনে।