জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: লেবাননের শিল্পী আমাল হিজাজী আরব দুনিয়ার জনপ্রিয় পপ তারকাদের একজন। এক দশকের মধ্যেই তিনি হয়ে উঠেন আরব বিশ্বের অন্যতম সংগীত তারকা। ২০০২ সালে আমাল হিজাজীর অ্যালবাম ‘জামান’ বাজারে আসে। এটি আরবি পপ সংগীতের ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রি হওয় অ্যালবাম। তব গত সেপ্টেম্বরে আমাল হিজাজী অবসরের ঘোষণা দেন। এটা ছিলো তার ভক্তদের জন্য এক ধাক্কা।
আমাল তখন বলেছিলেন, যে শিল্প আমি ভালোবাসি এবং যে ধর্মের নৈকট্যকে আমি লালন করি, এই দুটি নিয়মে আমাকে অনেক দিন ধরেই বোঝাপড়া করতে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ আমার প্রার্থনায় সাড়া দিয়েছেন। তবে তিন মাসের মাথায় তিনি আবার ফিরে এসেছেন গানের জগতে। তবে একেবারে নতুন রূপে এবং ভিন্ন ধরণের গান নিয়ে। মহানবী হযরত মুহাম্মদের (সা.) জন্মবার্ষিকীতে তাকে নিয়েই একটি গান গেয়েছেন তিনি। এ পর্যন্ত ৮০ লাখ ভক্ত তার এই গানটি শুনেছেন এবং আড়াই লাখের বেশি মানুষ এটি শেয়ার করেছেন।
Leave a Reply