জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: আত্মীয়ের মাথায় গুলি করায় ইসরাইলি সেনাকে চড় দিয়ে বন্দি ১৬ বছরের ফিলিস্তিনি কিশোরী শিগগিরই মুক্তি পাচ্ছে না।
বৃহস্পতিবার ১৬ বছর বয়সী আহেদ তামিমিকে ইসরাইলি আদালতে হাজির করা হলে তার আটকাদেশের মেয়াদ বাড়ানো হয়।
ফিলিস্তিনির পশ্চিমতীরের কাছে ইসরাইলের এক সেনাঘাঁটিতে ওই আদালতের অবস্থান।
সেখানে তামিমিকে উপস্থিত করা হলে আদালত তার আটকের মেয়াদ ১০ দিন বৃদ্ধি করে।
এর আগে শুক্রবার জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে পশ্চিমতীরে বিক্ষোভ করছিলেন ফিলিস্তিনিরা। এ সময় আহেদ তামিমির পরিবারের এক সদস্যকে মাথায় গুলি করেন ইসরাইলি সেনারা। এতে ক্ষোভে ফেটে পড়ে কিশোরী তামিমি।
এ ঘটনায় একপর্যায়ে সে একজন দখলদার ইসরাইলি সেনাকে চড় দেয়। এ দৃশ্য মোবাইল ফোনের ক্যামেরার মাধ্যমে ভিডিও করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে দিলে তা ভাইরাল হয়ে যায়।
পরে ইসরাইলি আইনশৃঙ্খলা বাহিনী তামিমি ও তার ২১ বছরের চাচাতো বোনকে অপহরণ করে নিয়ে যায়। তাদের খবর নিতে গেলে তামিমির মাকেও আটক করে ইসরাইলি কর্তৃপক্ষ।
এ ঘটনায় ফিলিস্তিনিরা সামাজিকমাধ্যমে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। তাদের সাফ কথা- দখলদার ইসরাইলি সেনাদের প্রতিরোধ করার অধিকার রয়েছে ফিলিস্তিনিদের।
Leave a Reply