যুক্তরাজ্য প্রতিনিধি: ইস্ট লন্ডনের বাঙালী অধ্যুষিত হোয়াইটচ্যাপল এলাকায় একটি ছিনতাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে সংবাদে প্রকাশিত ছবির ওই লোকটিকে খুঁজছে পুলিশ। গত ২৪ জানুয়ারী রোববার, বিকেল সাড়ে ৩টার দিকে হোয়াইটচ্যাপলের ওল্ড মন্টেগো স্ট্রীটে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। মেট পুলিশ জানিয়েছে, ঘটনার দিন ক্র্যাচে ভর করে হাটতে থাকা আনুমানিক ৩০ বছর বয়সী এক মহিলার কাছে একজন পুরুষ এসে অফ লাইসেন্সের লোকেশন জিজ্ঞেস করে। মহিলার সঙ্গে কথা বলতে বলতে একটি সরুগলিতে যাবার পর সন্দেহভাজন ব্যক্তিটি মহিলাকে ধাক্কা মেরে ফুটপাতে ফেলে দেয়। এরপর সন্দেহভাজন ব্যক্তিটি মহিলার ক্র্যাচ, হাতব্যাগসহ সর্বস্ব নিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সন্দেহভাজন ব্যক্তিটি পেট্টল স্টেশনের পাশ দিয়ে হোয়াইটচ্যাপল রোডের দিকে হেটে যাচ্ছে।
এ ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তির ছবিটি ৭ মার্চ, সোমবার প্রকাশ করেছে মেট পুলিশ। পুলিশের বিবরণ অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তিটি এশিয়ান। বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছর। শরীরের গঠন মধ্যম। তার চুলের রং কালো। হালকা উজ্জল রংয়ের ট্রাউজারের সঙ্গে কালো জ্যাকেট ছিল। পায়ে ছিল পেইনটেড শো। সন্দেহভাজন ব্যক্তির কোনো সন্ধান পেলে পুলিশকে অবহিত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে লন্ডন মেট পুলিশ।