জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোয়াইট হাউসে প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রাজনৈতিক থেকে আন্তর্জাতিক সব বিষয়ই দুই শক্তিধর রাষ্ট্রনেতার আলোচনায় উঠে এসেছে। তবে দুই রাষ্ট্রনেতার গোপন বৈঠকে সব খবর লুকানো থাকেনি। বেশ কিছু খবর প্রকাশ্যে চলে এসেছে।
ভারতীয় গণমাধ্যমের দাবি, মোদি নাকি সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবেদন করেছেন, যেন ইশান্ত শর্মাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বেসবল দলে খেলানো হয়। কোন দলে খেলানো হবে, তাও নির্দিষ্ট করে বলেছেন মোদি।
তিনি বলেছেন, ট্রাম্পের প্রিয় বেসবল দল নিউ ইয়র্ক ইয়াঙ্কিসের হয়ে যেন ইশান্ত শর্মাকে খেলার সুযোগ দেয়া হয়।
হঠাৎ এমন অদ্ভুত আবেদন কেন? জানা গেছে, ইশান্ত শর্মার নিঁখুত ফুলটস দেয়ার ক্ষমতায় নাকি প্রভাবিত স্বয়ং মোদি। তাই তিনি মনে করেন, ইশান্ত বেসবল দলে ভালো পিচার হতে পারবেন। যদিও গোটা বিষয়টি রসিকতায় মোড়া ছিল, ডোনাল্ড ট্রাম্প কিন্তু মোদির আবেদনে সাড়া দেননি।
তিনি বলেছেন, নিউ ইয়র্ক ইয়াঙ্কিস দলে অন্যান্য দলের থেকে ভালো পিচার রয়েছে। তাই এখনই অন্য দেশের পিচারের প্রয়োজন নেই। এর পরিবর্তে তিনি মোদিকে রসিকতার ছলে ভালো ব্যাটার খুঁজে দিতে বলেন।
সেক্ষেত্রে মোদি নাকি সুরেশ রায়না ও গৌতম গম্ভীরের নাম সুপারিশ করেছেন বলে জানা গেছে।
Leave a Reply