জগন্নাথপুর২৪ ডেস্ক::
ঢাকা ত্যাগের আগে জাতীয় হকি দলের মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তি বলেছিলেন, ‘আমি ম্যাচ টু ম্যাচ খেলে লক্ষ্যে পৌঁছতে চাই। প্রথমে সেমিফাইনাল নিশ্চিত করতে হবে। তারপর ফাইনালে উঠে এশিয়ান কাপে খেলার টিকিট নিশ্চিত করতে হবে। সর্বশেষ শিরোপা ধরে রাখার লড়াই।’
এএইচএফ কাপে বাংলাদেশ কোচের প্রথম লক্ষ্য পূরণ হয়েছে। মঙ্গলবার ইন্দোনেশিয়ার জাকার্তায় তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৬-২ গোলে ইরানকে হারিয়ে প্রথম দল হিসেবে নাম লিখেছে সেমিফাইনালে।
এটি বাংলাদেশের টানা তৃতীয় জয়। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে এবং দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পা দিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
এ ম্যাচে বাংলাদেশ শুরুতেই গোল খেয়ে বসেছিল। চতুর্থ মিনিটে খেলার ধারার বিপরীতে ফিল্ড গোলে লিড নেয় ইরান। এরপর বাংলাদেশ পরপর ৫ গোল করে লিড নেয় ৫-১ ব্যবধানে। ইরান দ্বিতীয় গোল করে ব্যবধান কমিয়ে ৫-২ করলেও বাংলাদেশ সেটা বাড়িয়ে ৬-২ করে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে।
বাংলাদেশের সহজ জয়ে হ্যাটট্রিক করেছেন আশরাফুল ইসলাম। অন্য গোলগুলো করেছেন খোরশেদুর রহমান, মাহবুব হোসেন ও রোমান সরকার।
বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে ওমানের বিপক্ষে ১৭ মার্চ। ওই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে কোন দেশ গ্রুপসেরা হয়ে সেমিফাইনাল খেলবে।