জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ইরাকের রাজধানী বাগদাদে আবারও আত্মঘাতী জঙ্গি হামলা হয়েছে। নাশকতায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৬৫ জন। খবর হিন্দুস্তান টাইমের।
আজ শনিবার বাগদাদের উত্তর অঞ্চলের একটি বাজারের এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। শিয়াদের আশুরার শোক অনুষ্ঠানের কারণে বাজারে ভিড় ছিল। আচমকা বিস্ফোরণের জেরে এলাকা কেঁপে ওঠে। চারিদিকে ছড়িয়ে পড়ে দেহাংশ।
হামলার দায় নিয়েছে ইসলামিক স্টেট। সংগঠনের মুখপত্র হিসেবে স্বীকৃত আমাক নিউজ এজেন্সিতে ফলাও করে তা স্বীকার করেছে আইএস।