1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ইমিগ্র্যাশন এনফোর্সম্যান্টের অভিযান - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন

ইমিগ্র্যাশন এনফোর্সম্যান্টের অভিযান

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০১৫
  • ৪৪০ Time View

যুক্তরাজ্য প্রতিনিধি:আজ দুপুরের কিছু পরে ইমিগ্র্যাশন এনফোর্সম্যান্টের তিনটি গাড়ি এসে শেড ওয়েল মাছ বাজারে রেইডের উদ্দেশ্যে শেড ওয়েল মসজিদের কাছে থামে। তিনটি গাড়ি থেকে ১২/১৪ জনের এনফোর্সম্যান্ট অফিসার চতুর্দিক থেকে মাছ বাজারে অতর্কিতে ঢুকে পড়েন এবং রেইড দিয়ে কর্মরত অবস্থা থেকে দুজনকে ধরে নিয়ে যান। এ সময় শেড ওয়েল মসজিদের পাশে রাখা ইমিগ্র্যাশন এনফোর্সম্যান্টের তিনটি গাড়ির চাকা পাংচার করে একদল লোক। তারা ইমিগ্র্যাশন অফিসারদের সাথেও দুর্ব্যবহার করেন। বেগতিক দেখে পুলিশে কল করা হলে এই দল কেটে পড়ে। একজন এমন বক্তব্যই জানিয়েছেন।পরে ইমিগ্র্যাশনের গাড়িগুলো এভাবে রেখেই তারা ধৃত দুজনকে নিয়ে চলে যান। পুলিশের অপর ইউনিট এসে আশে পাশে ইনিকুয়ারি শুরু করেন। পাশের প্রিয় বাজার সহ মাছ বাজার ও অন্যান্য এলাকায় তারা জিজ্ঞাসাও করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত গাড়িগুলো এভাবেই পড়ে থাকতে দেখা যায়। আরেকজন জানিয়েছেন, রেইড করে অবৈধ ইমিগ্র্যান্ট ধরে নিয়ে যাওয়ার সময় ঐ দল থেকে তাদের উপর ডিম নিক্ষেপ করা হয়।
এর আগে লন্ডনের অন্যত্র এমনভাবে রেইডের সময় কালো লোকদের সাথে ইমিগ্র্যাশন অফিসারেরা ধবস্তাধবস্তি হয়, সেখান থেকে অফিসারেরা অবৈধ লোককে ধরে আনতে সক্ষম হলেও শারিরীকভাবে লাঞ্চিত হন বলে সূত্র জানিয়েছেন।এসই১৭ পোস্ট কোডে যখন অভিযান পরিচালনা করার সময় একই ঘটনা ঘটেছিলো। তবে সেই সংবাদ কনফার্ম করা যায়নি। ইমিগ্র্যাশন ওয়েব সাইডের মিডিয়ায় এখনো এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আপডেট দেয়া হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com