1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ইবাদতের জন্য স্বামী-স্ত্রী একে অন্যকে জাগিয়ে তোলা সুন্নত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
গুনাহর কাজে সহযোগিতা নিষিদ্ধ সারাদেশে সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা “গণদাবি পরিষদ দক্ষিণ জগন্নাথপুর” নামে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ সুনামগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু মানুষের গোটা জীবনই পরীক্ষাস্বরূপ বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান কে রাষ্ট্রীয় মর্যাদা শেষে নিজ বাড়িতে দাফন  গাজার পাশে বাংলাদেশ/ জনতার মহাসমুদ্র জগন্নাথপুরে টমটম চালকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন নলুয়া হাওরে ফসলরক্ষা বাঁধে মাটির বস্তা-বাঁশের আড়ের পরিবর্তে জিওব্যাগ, শঙ্কিত কৃষকরা জগন্নাথপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত সংরক্ষণের ল্যাবরেটরি ফ্রিজের জন্য লিখিত আবেদন

ইবাদতের জন্য স্বামী-স্ত্রী একে অন্যকে জাগিয়ে তোলা সুন্নত

  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পরিচালনার একটি দিক হলো, একে অন্যকে ইবাদতের জন্য উদ্বুদ্ধ করা। ইসলাম চায়, স্বামী-স্ত্রী পরস্পর একে অন্যকে দ্বিনের পথে চলতে সহায়তা করুক।

কোনো দম্পতি যদি তাহাজ্জুদ সালাত আদায় করে এবং পরস্পরকে সেই ইবাদতে উৎসাহিত করে, তাহলে সেই স্বামী-স্ত্রী রাসুলুল্লাহ (সা.)-এর রহমতের দোয়া লাভের সৌভাগ্য অর্জন করতে পারে। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ ওই ব্যক্তির ওপর রহম করেন, যে রাত জেগে সালাত আদায় করে; অতঃপর সে তার স্ত্রীকে ঘুম থেকে জাগ্রত করে।

আর যদি সে ঘুম থেকে উঠতে না চায়, তাহলে সে তার মুখে পানি ছিটিয়ে দেয় (নিদ্রাভঙ্গের জন্য)। আর আল্লাহ ওই নারীর ওপরও রহম করুন, যে রাতে উঠে সালাত আদায় করে এবং নিজের স্বামীকে জাগ্রত করে। যদি সে ঘুম থেকে উঠতে অস্বীকার করে, তখন সে তার মুখে পানি ছিটিয়ে দেয়। ’ (আবু দাউদ, হাদিস : ১৩০৮; ইবনে মাজাহ, হাদিস : ১৩৩৬)  অপর বর্ণনায় তিনি বলেন, ‘যখন কোনো ব্যক্তি রাতে ঘুম থেকে জেগে উঠে নিজ স্ত্রীকেও ঘুম থেকে জাগ্রত করে এবং উভয়ে দুই রাকাত (নফল) সালাত আদায় করে, তাদের উভয়কে আল্লাহর পর্যাপ্ত জিকিরকারী পুরুষ ও পর্যাপ্ত জিকিরকারিণী স্ত্রীলোকদের তালিকাভুক্ত করা হয়। ’ (আবু দাউদ, হাদিস : ১৩০৯)

সুতরাং দাম্পত্য জীবনে আল্লাহর রহমত, বরকত ও রাসুলুল্লাহ (সা)-এর দোয়া পেতে হলে তাহাজ্জুদে অভ্যস্ত হওয়া জরুরি। ইবাদতে একে অন্যের সহায়ক হওয়া চাই। স্বামী-স্ত্রীর এই ইবাদতগুজারির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের ওপর দ্বিনি প্রভাব পড়বে এবং তাদের পরবর্তী বংশধর দ্বিনের ছাঁচে গড়ে উঠবে, ইনশাআল্লাহ

সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com