Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন/ ছয় ছাত্রনেতার বিরুদ্ধে ভারতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ছয় বাংলাদেশি ছাত্রনেতার ওপর ভারত সরকার ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে- এ সংক্রান্ত যে খবর রটেছে, সেটি ‘ভুয়া’ বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

গতকাল রোববার সরকারি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে দাবি করা হয়, ‘ভারত-বিরোধী’ মনোভাব ছড়ানোর জন্যই ভুয়া খবরটি রটানো হয়েছে।

 

উল্লেখ্য, রোববার ‘ছয় ছাত্রনেতার ওপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞা’ শিরোনাম দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য মিরর এশিয়া’। ওই প্রতিবেদনে ছয় ছাত্রনেতার নামও প্রকাশ করা হয়। বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নুসরাত তাবাসসুম, গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর, গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আখতার হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের বিরুদ্ধে ভারতবিরোধী জনতাকে উসকে দেওয়া ও ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনেছে নয়াদিল্লি।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, এর জেরে এসব ছাত্রনেতা ও তাদের ঘনিষ্ঠজনদের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর পরপরই ভারত সরকারের সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে বলেছে, বাংলাদেশের ছয় ছাত্রনেতার ওপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞা আরোপের খবরটি ভুয়া।n সুত্র-বাংলাদেশ প্রতিদিন

Exit mobile version