রাকিল হোসেন : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়ে ৪০হাজার টাকা খোঁয়া গেছে রতœা নামে জনৈক মহিলার। ঘটনার সাথে জড়িত থাকায় পুলিশ দুই ছিনতাইকারীকে আটক করেছে। আটককৃত দু’জনই শিশু। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,গতকাল মঙ্গলবার বেলা ২টার সময় ইনাতগঞ্জ ইউনিয়নের বানিউন্দ গ্রামের রতœা বেগম সোনালী ব্যাংক ইনাতগঞ্জ শাখা থেকে ৪০হাজার টাকা উত্তোলন করে ব্যানিটি ব্যাগে রেখে ব্যাংকের নীচে নেমে আসেন। এ সময় ব্যাংকের নীচে ওৎ পেতে থাকা স্থানীয় দিঘীরপাড় গ্রামের আবুল কাশেম এর পুত্র ফারজান(১৫) ও একই গ্রামের মিয়াধন মিয়ার শিশু পুত্র শূভ (১৩) কৌশলে রতœা বেগমের ব্যাগে থাকা ৪০হাজার টাকা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। মুহুর্তের মধ্যে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর সহযোগিতায় ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ রাত সাড়ে ১১টার সময় দু’জনকে সৈদপুর বাজার এলাকা থেকে তাদের আটক করেন। এ সময় তাদের তল¬াসী করে ১৫হাজার টাকা উদ্ধার করা হয়। ইনাতগঞ্জ ফাঁড়ির এটিএসআই আব্দুল হাফিজ জানান,আটক দু’জনকে নবীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে রতœা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।