ইনাতগঞ্জ নবীগঞ্জ নিজস্ব সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইছবপুর গ্রামের মৃত নিহারী দেব এর পুত্র বলাই দাশ(৩২) গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে নিখোঁজ ব্যাক্তির ভাই জাদু দেব গত শনিবার নবীগঞ্জ থানায় সাধারন ডায়েরী দায়ের করেছেন। ডায়েরী নং ৬৩৯। তারিখ ১৫-৮-২০১৫। জিডি ও পারিবারিক সূত্রে জানা যায়,বলাই দাশ গত শুক্রবার বেলা ১১টার সময় মামার বাড়ি সুনামগঞ্জ জেলার সদর থানার নতুন পাড়া আবাসিক এলাকার বাসা হতে শ্যামলী পরিবহনের একটি বাসে এসে বিকেল ৩টার সময় সৈদপুর বাজার পয়েন্টে এসে নামেন। বাসে নামার সংবাদটি মোবাইল ফোনে নিশ্চিত করেন মামা প্রভাত কুসুম চৌধুলী লিটু। পরে স্বজরা বাসের চালক ও কন্টাক্টারের সাথে যোগাযোগ করলে তারা জানান, বিকেল ৩টার সময় তাকে সৈদপুর নামিয়ে দেয়া হয়েছে। কিন্ত তিন দিন অতিবাহিত হলেও বলাই দাশের সন্ধান না পাওযায় তার স্বজনরা নির্ঘূম রাত কাটাচ্ছেন। তার সন্ধান পেলে ০১৭৪৯০১৫৯৬৮ নাম্বাওে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।