Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়া নিয়ে জগন্নাথপুরের কলেজ ছাত্র হত্যার অভিযোগে দালালের বাবা ও মা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক – লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে মানবপাচারকারী দালাল চক্রের কবলে পড়ে প্রাণ হারানো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামের কলেজ ছাত্র একুয়ান ইসলাম (১৯) হত্যার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন,শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা লিবিয়াবসবাসরত দালাল আলী হোসেনের বাবা আবুল মিয়া(৫০) ও মা আছমা বেগম(৪০)।
পুলিশ ও নিহত কলেজ ছাত্রের পরিবারের দায়েরকৃত মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ১৩ এপ্রিল শ্রীধরপাশা গ্রামের আবুল মিয়ার ছেলে লিবিয়া বসবাসরত মানবপাচারকারী দালাল আলী হোসেনের সঙ্গে সাত লাখ টাকা চুক্তিতে লিবিয়া যায় শ্রীধরপাশা গ্রামের তরিকুল ইসলামের ছেলে কলেজ ছাত্র একুয়ান ইসলাম। সেখানে পৌঁছার পর দালালচক্র তাকে আটকে রেখে অমানবিক নির্যাতন চালায়। এবং মাফিয়ার কাছ থেকে তাকে বাঁচাতে আরও টাকা চায়।ছেলেকে বাঁচাতে ২৩ এপ্রিল একুয়ানের বাবা আরও সাত লাখ টাকা পাঠান দালাল আলী হোসেনের বাবা আবুল মিয়া ও মা আছমা বেগমের মাধ্যমে । চলতি বছরের ১৫ জুন আরও ৫ লাখ টাকা দিয়ে একুয়ানকে ইতালি পাঠানোর চুক্তি হয় তাদের সঙ্গে । ১৬ জুন খবর আসে একুয়ান মারা গেছেন। পরে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ২৯ সেপ্টম্বর একুয়ান এর মরদেহ দেশে আসে।সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের পর ৩ অক্টোবর একুয়ানের বাবা তরিকুল ইসলাম বাদি হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, আসামিদের হবিগঞ্জ জেলা সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন মোহনপুর এলাকা থেকে রোববার গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ভ্যানেটি ব্যাগ,নগদ চার লাখ ১৫ হাজার টাকা, সাতটি মোবাইল ফোন, একটি এটিএম কার্ড,দুটি ব্যাংক চেক বই ও একটি পাসপোর্ট জব্দ করা হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ সোমবার এ ঘটনায় জেলা কার্যালয়ে সংবাদ সন্মেলন করে ঘটনার বর্ননা তুলে ধরেন।
সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর ও শান্তিগঞ্জ সার্কেল শুভাশীষ ধর জানান, মানবপাচারকারীদের কবলে পড়ে অনেক পরিবার সর্বস্ব হারাচ্ছে। তাই এ মামলাটি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

Exit mobile version