1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ইতালি থেকে আসা ১২৬ বাংলাদেশি হজ ক্যাম্পে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:০১ অপরাহ্ন

ইতালি থেকে আসা ১২৬ বাংলাদেশি হজ ক্যাম্পে

  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৩২১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:
ভয়াবহভাবে করোনাভাইরাসে আক্রান্ত দেশ ইতালি থেকে শতাধিক বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ সকাল সাড়ে ৮টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মোট ১৪২ জন বাংলাদেশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাদের মধ্যে ১২৬ জন এসেছেন ইতালি থেকে।ইতালির ভেনেতো রিজিওন থেকে ভেনিস এয়ারপোর্ট হয়ে এমিরেটসের শেষ ফ্লাইটযোগে তারা বাংলাদেশে ফিরছেন বলে ইতালির গণমাধ্যম লিখেছে। তাদের দ্রুততার সাথে আশকোনা হজ ক্যাম্পে নেওয়া হয়েছে।

জানা গেছে, ইতালি থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ইতালি থেকে আসা ১২৬ জন যাত্রীকে আপাতত হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। ১৪২ জন যাত্রীর মধ্যে অন্যরা দুবাই থেকে ফ্লাইটে ওঠেন। ইতালিফেরতদের কোয়ারেন্টইনে রাখা হবে কিনা সে বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্তের কথা জানা যায়নি।

বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ সকালে কালের কণ্ঠকে বলেন, ‘সেই ফ্লাইটে ১৪২ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১২৬ জন ইতালি থেকে এসেছেন। তাদের হজ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।’

এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বলেন, ‘১৪২ জন যাত্রী নিয়ে এমিরেটসের (ইকে ৫৮২) ফ্লাইটটি সকাল সাড়ে ৮টার দিকে ঢাকায় আসে। সেই ফ্লাইটে যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখা হবে কি হবে না, সে পদক্ষেপ নেবে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ।’

এদিকে ফেসবুকে অনেকে আশঙ্কা ব্যক্ত করে লিখছেন, ইতালিফেরত এই প্রবাসীদের কোয়ারেন্টাইন-এ নাও নেয়া হতে পারে। ইতিমধ্যে তারা দেশে এসে যার যার বাড়ির দিকে রওয়ানা দিয়েছেন এমনও দাবি করছেন কেউ কেউ।

‘লা নোভা’ গণমাধ্যম নিউজের সঙ্গে ভিডিও দিয়েছে। ভিডিওতে দেখা গেছে, যাত্রীরা বিমানে আরোহন করে বসেছেন। ইতালি ভাষায় লেখা প্রতিবেদনটিতে বলা হয়, বাংলাদেশিরা দুবাই হয়ে দেশে ফিরবেন।

এদিকে এ বিষয়ে কামরুল হাসান মামুন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এবার যদি সত্যি সত্যি সরকার আন্তর্জাতিক মানের কোয়ান্টেইন না করে তাহলে ডিসেস্টর হওয়ার সম্ভবনা দেখছি। এটা খুব সিরিয়াস ব্যাপার।’

যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাতে কালের কণ্ঠকে বলেন, ইতালিফেরত এই প্রবাসীরা যার যার বাড়ি চলে গেছেন বলে শোনা যাচ্ছে। তারা সম্ভবত পৌঁছাননি এ তথ্য দিলে তিনি বলেন, তাইলে তো আরো ভাল। কর্তৃপক্ষ গণমাধ্যম সূত্রে জেনে কোয়ারেন্টাইন এখন হয়তো নিশ্চিত করবে।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আরো বলেন, এই মানুষগুলার কি নিজেদের পরিবার পরিজনের প্রতি মায়া নাই? দেশের মানুষজনের প্রতি মায়া নাই। ওই রকম একটি উন্নত চিকিৎসার দেশ ছেড়ে ওখান থেকে করোনা ভাইরাস নিয়ে আসার কোন মানে হয়?

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com