স্টাফ রিপোর্টার-
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ইতালী আওয়ামী লীগ নেতা কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের সন্তান মজনু আলীর অর্থায়নে
কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে কলকলিয়া বাজারে প্রায় দুই শতাধিক রোজাদার মানুষের মধ্যে প্যাকেট ইফতার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে এক সংক্ষিপ্ত আলোচনা সভা কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ আকতার হোসেন সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জিল্লুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, সাধারন সম্পাদক তাহা আহমদ, সাংগঠনিক সম্পাদক কল্যান কান্তি দে, মোঃ জুয়েল হোসেন, মোঃ ফারজান রেজা, সিলেট প্রেসক্লাব এর সদস্য কামরুল ইসলাম মাহী, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ আইনুল হক জামিল, কলকলিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ জাফর ইকবাল, ওবায়দুর রহমান তালুকদার মুকুল, ফখরুল ইসলাম বাবু,রাশেদ চৌধুরী, সুলেমান হোসেন, পাটলী ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি এনআই রোকন, যুগ্ম সাধারন সম্পাদক শুভ, কলকলিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সদস্য সাহেদ আহমদ, আসাদুল ইসলাম, সায়মন আহমদ, সালেহ আহমদ, সজীব আহমদ, নাহিদ মিয়া, শফিকুল ইসলাম ও আবীর আহমদ প্রমূখ পরে দুই শতাধিক মানুষের মধ্যে প্যাকেট ইফতার বিতরণ করা হয়।