জগন্নাথপুর২৪ ডেস্ক::
ইতালির মিলানে বসবাসরত এক বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্ত ব্যক্তির বিষয়ে এর চেয়ে বেশি কিছু জানা যায়নি। মিডিয়ার কাছে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন আইইডিসিআর-এর প্রিন্সিপাল বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর। এখন পর্যন্ত ইরান, দক্ষিণ কোরিয়া এবং ইতালি থেকে বাংলাদেশে আসা নাগরিকদের অন-এরাইভাল ভিসা দেয়া বন্ধে নীতিগত সিদ্ধান্তে সুপারিশ করেছে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি স্টার। উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাসের বিস্তার শুরু হয়ে তা এখন সারা বিশ্বের বিভিন্ন দেশকে আক্রান্ত করছে। এরই মধ্যে ভারতে বেড়াতে আসা ইতালির একটি পর্যটক দলের ১৫ জন এই ভাইরাসে আক্রান্ত বলে খবর দিচ্ছে ভারতীয় মিডিয়া। এ নিয়ে সেখানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮।
Leave a Reply