জগন্নাথপুর২৪ ডেস্ক::
ফ্রান্স-ইতালি সীমানার মাঝে আল্পস পর্বতমালার ওপর একটি ছোট বিমানের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে।
উদ্ধারকর্মীরা পরে ঘটনাস্থল পৌঁছে আহতদের নিয়ে হাসপাতালে ভর্তি করেন। তবে এদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। খবর বিবিস ও আনাদোলুর।
অস্তা উপত্যাকার লা ঠুইলার কাছে রুটর হিমবাহের উপরে এয়ারক্রাফট দুটোর এ সংঘর্ষ হয়। এতে হেলিকপ্টারে ছয় আরোহীর সাবাই এবং বিমানের এক আরোহী নিহত হয়েছেন।
উত্তরপশ্চিম ইতালির লা ঠুইলা স্কি-রিসর্টের জন্য পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। আকাশযান দুটি পর্যটকবোঝাই ছিল।
স্থানীয় সময় শুক্রবার ওই সংঘর্ষ হয়। খবর পেয়েই চিকিৎসক ও উদ্ধারকর্মীরা দুটো হেলিকপ্টার নিয়ে ঘটনাস্থলের দিকে উড়ে যান।
ফরাসি ছোট বিমানটির বেঁচে যাওয়া পাইলট ফিলিপ মিশেল বিনা অনুমতিতে ইতালির আকাশ সীমায় ঢুকে পড়ায় ওই দুর্ঘটনা ঘটে।
ইতিমধ্যে, আকাশ সীমা লংঘন করায় আহত ফরাসি ওই পাইলটের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইতালি।
Leave a Reply