আমিনুল হক ওয়েছ লন্ডন থেকেঃ-মহান একুশে ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ইজলিংটন বাংলা স্কুলের উদ্যোগে এক আলোচনা সভা গত ২১শে ফেব্রুয়ারী স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময় অর্জিত বাংলা ভাষার মার্যাদাকে বৃদ্ধি করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ব্রিটেনে বেড়ে উঠা নতুন প্রজন্মকে বাংলা ভাষায় শিক্ষা দিতে হবে। তাদেরকে বাংলা ভাষা রক্ষায় ৫২’র একুশের ফেব্রুয়ারী গুরুত্ব তুলে ধরতে হবে। সভায় বক্তারা, একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা পেলেও জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা আদায়ে সকলের সহযোগিতা কামনা করা হয়।
বক্তারা বলেন, বাংলা ভাষা আজ নানা ভাবে আক্রান্ত হচ্ছে। আজও রোগীদের চিকিৎসা পরামর্শ, বাণিজ্যিক যোগাযোগের ক্ষেত্র ছাড়াও আরও অনেক ক্ষেত্রে ইংরেজী ভাষার ব্যবহার হচ্ছে। বিজ্ঞান, প্রযুক্তি ক্ষেত্রে বাংলা ভাষার প্রয়োগে গুরুত্বারোপ করতে হবে। বাংলা ভাষার অবস্থান বিশ্বের কাছে ইংরেজী ভাষার মত প্রতিষ্ঠিত করতে হবে। বাংলা একাডেমীকে বাংলা সাহিত্য চর্চার পাশাপাশি বাংলা ভাষার সঠিক ব্যবহারে আরো কাজ করার পরামর্শ প্রদান করা হয়।
ইজলিংটন বাংলা স্কুলের প্রতিষ্টাতা ও শিক্ষক সুফিয়া জেমিনের স্বাগত বক্তব্যের পর শুরু হয় ভাষা আন্দোলনের মূল আলোচনা । এতে অতিথি হিসেবে বক্তৃতা করেন স্থানীয় কাউন্সিলর জিলানী চৌধুরী ও নিরন্তর দেব।
কবিতা আবৃত্তি করেন জাহাঙ্গীর রানা, ইজলিংটন বাংলা স্কুলের শিক্ষার্থী রিদিয়া, অহনা, নাদিয়া ও সানজিদা।
অনুষ্টানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্টানে ভাষার গান পরিবেশন করেন শিল্পী মহামায়াশীল, সুফিয়া জেমিন,কিবরীয়া,রিদিয়া ও জাহাঙ্গীর রানা ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুজ আলী , তানভীর, সোহাগ আহমদ,মোস্তাক আলী ,জামান, রাসেল,লিপি, সালেহা,মতিন,ছাবিলা,শামীমা প্রমূখ ।