স্পোর্টস ডেস্ক: জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই প্রিমিয়ার লীগের ফাইনালে সালমান ফ্যশন FC। তারা
গ্রুপ চ্যম্পিয়ন হয়ে প্রথম ফাইনালিস্ট হিসেবে সরাসরি ফাইনালে পৌঁছে গেছে।শুক্রবার প্রিমিয়ার লীগের খেলায় সালমান ফ্যশন FC ফাইনালে পৌঁছে যায়। খেলায় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি সায়েক আহমদ, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক আনা মিয়া,
সালমান ফ্যশন FC এর পক্ষে গোল করেন অলিউর রহমান। খেলা পরিচালনা করেন আদিল হাসান অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ফুটবল এসোসিয়শনের সাবেক ক্রীড়া সম্পাদক রুমেন, সুয়েব আহমদ, ফুটবল এসোসিয়শনের সাবেক সাধারন সম্পাদক নজির আহমেদ,টীম মালিক সালমানুর রহমান, জুয়েল আহমদ, শাহিনুর রহমান