জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::অভিভাবকহীন অন্তত ১০ হাজার শরণার্থী শিশু ইউরোপে পৌঁছার পর নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, এদের অনেকেই সংঘবদ্ধ পাচারকারীদের কবলে পড়েছে।
ইউরোপীয় ইউনিয়নের অপরাধবিষয়ক গোয়েন্দা সংস্থা ইউরোপোল এ তথ্য জানিয়েছে। সংস্থাটির প্রধান ব্রায়ান ডোনাল্ড জানিয়েছেন, হাজার হাজার শিশু ইউরোপের বিভিন্ন দেশে তালিকাভুক্ত হওয়ার পর তাদের আর হদিস মিলছে না। কেবল ইতালিতেই ৫ হাজার শিশু নিখোঁজ রয়েছে। এ ছাড়া সুইডেনে খোঁজ নেই আরো এক হাজার শিশুর। খবর দি গার্ডিয়ানের।
ব্রায়ান ডোনাল্ড সতর্ক করে দিয়ে বলেন, একটি প্যান ইউরোপীয় অপরাধী চক্র শরণার্থী শিশুদের টার্গেট করছে। আমরা ১০ হাজারেরও বেশি শিশুকে এখনো খুঁজছি। তাদের সবাই অপরাধীদের শিকার হয়েছে এমন নয়। আমরা শুধু জানি না তারা কোথায় আছে, কী করছে আর কাদের সঙ্গেই বা আছে।
শিশুবিষয়ক আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের মতে, গত বছর ইউরোপে প্রায় ২৬ হাজার শরণার্থী শিশু এসেছে। যে ১০ লাখেরও বেশি শরণার্থী গত বছর ইউরোপে প্রবেশ করেছে তাদের ২৭ শতাংশই শিশু ও কিশোর। ইউরোপে প্রবেশের পর থেকেই তারা অদৃশ্য হয়ে যায়।
Leave a Reply